আর.কে. নগরে শিজা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
আগরতলা, ৫ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বুধবার আগরতলার আর.কে. নগরে প্রস্তাবিত শিজা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী জানান, মণিপুরের শিজা হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রস্তাবিত এই হাসপাত
ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ৫ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বুধবার আগরতলার আর.কে. নগরে প্রস্তাবিত শিজা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মুখ্যমন্ত্রী জানান, মণিপুরের শিজা হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রস্তাবিত এই হাসপাতালের জন্য রাজ্য সরকার প্রায় ২৮ একর জমি বরাদ্দ করেছে। প্রায় ৯০০ কোটি টাকার বিনিয়োগে গড়ে উঠবে আধুনিক সুপার-স্পেশালিটি এই হাসপাতাল। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনাও করছে বলে জানান মুখ্যমন্ত্রী।

ডাঃ সাহা বলেন, “এই প্রকল্পটি রাজ্যের চিকিৎসা পরিষেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং একই সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।” তিনি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সকল প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন এবং স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি আহমেদাবাদ সফরের সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং ছোট রাজ্যগুলিতে বৃহৎ প্রকল্প বিনিয়োগে উৎসাহ দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, এনএফএসইউ ত্রিপুরা ক্যাম্পাসে ফরেনসিক ওডন্টোলজি কোর্স চালুর জন্যও তিনি বিশেষ জোর দিয়েছেন, যা ভবিষ্যতে রাজ্যের তদন্ত ও সনাক্তকরণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডাঃ সাহা বলেন, “স্বাস্থ্য খাত যেকোনো সমাজের মূলভিত্তি। এই ক্ষেত্রে কর্মরত প্রত্যেকের উপর জনগণের অগাধ আস্থা ও দায়িত্ব রয়েছে। চিকিৎসকদের উচিত নিজেদের দক্ষতা বাড়িয়ে জনগণকে উন্নততর পরিষেবা প্রদান করা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে এবং শিজা হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ইম্ফলের চেয়ারম্যান ও মেনেজিং ডিরেক্টর ডাঃ পলিন খুন্দংবাম।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande