নবদ্বীপের মহাচক্র রাসে একসঙ্গে ১০৮ রাধাকৃষ্ণ মূর্তি পুজো, ঐতিহ্যের ৬৯ বছরে পদার্পণ
নবদ্বীপ, ৫ নভেম্বর ( হি. স.): নবদ্বীপের রাস উৎসব মানেই ঐতিহ্য, ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধন। সেই ঐতিহ্যেরই অন্যতম প্রতীক প্রাচীন মায়াপুর এলাকার সর্বজনীন শ্রী শ্রী মহাচক্র রাস উৎসব, যেখানে একসঙ্গে ১০৮টি রাধাকৃষ্ণ মূর্তির পূজা অনুষ্ঠিত হয়। নবদ্বী
নবদ্বীপে অভিনব পুজো


নবদ্বীপ, ৫ নভেম্বর ( হি. স.): নবদ্বীপের রাস উৎসব মানেই ঐতিহ্য, ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধন। সেই ঐতিহ্যেরই অন্যতম প্রতীক প্রাচীন মায়াপুর এলাকার সর্বজনীন শ্রী শ্রী মহাচক্র রাস উৎসব, যেখানে একসঙ্গে ১০৮টি রাধাকৃষ্ণ মূর্তির পূজা অনুষ্ঠিত হয়। নবদ্বীপের একমাত্র এই পুজোতেই দেখা যায় এক তিথিতে নানা দেবদেবীর পূজার পাশাপাশি এমন অনন্য রাধাকৃষ্ণ চক্ররাসের আয়োজন। এ বছর এই মহাচক্র রাস উৎসব পা দিল ৬৯ বছরে। পুজো কমিটির সম্পাদক রঘুনাথ দাস জানান, এই পুজোর সূচনা হয়েছিল সিদ্ধপুরুষ এক বালক সাধুর হাত ধরে। তাঁর মাধ্যমেই নবদ্বীপে প্রথম রাধাকৃষ্ণের চক্ররাস প্রথার সূচনা হয়। প্রতিমায় ১০৮টি রাধাকৃষ্ণ মূর্তি চক্রাকারে স্থাপন করা হয়, যা পুজোর সময় ঘূর্ণায়মান থাকে—এ কার`ণেই এর নাম “চক্ররাস”। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে নবদ্বীপে ভিড় জমান। পুজো কমিটির তরফে প্রায় তিন হাজার দর্শনার্থীর জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তাদের লক্ষ্য, আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই মহাচক্র রাস উৎসবের আয়োজন করে নবদ্বীপের আধ্যাত্মিক ঐতিহ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande