
উত্তর ২৪ পরগনা, ৫ নভেম্বর, (হি.স.): এসআইআর সংক্রান্ত কাজে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপির বিএলএ-২ বিশ্বজিৎ কর। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।
বুধবার ঘটনাটি ঘটে বারাকপুর ১৫ নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ঘটনায় কড়া ভাষায় শাসকদল তৃণমূলকে আক্রমণ শানান বিজেপি নেতা তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
এদিন সকালে কাজে বের হলে বারাকপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের ১০৮ নং বুথের বিএলএ ২ বিশ্বজিৎ করকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগ, ”বিএলএ ১ এর সঙ্গে বের হয়েছিলাম। যখন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছিলাম সেই সময়েও বারবার হুমকি দেওয়া হয়।” শুধু তাই নয়, পরে মারধর করা হয় বলেও অভিযোগ বিশ্বজিৎবাবুর। ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত বলে দাবি তাঁর।
যদিও এই ঘটনার সঙ্গে এসআইআর সংক্রান্ত কোনও যোগ নেই বলে পালটা দাবি করেছেন বারাকপুর পুরসভার পৌরপ্রধান উত্তম দাস।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত