
বিলোনিয়া (ত্রিপুরা), ৫ নভেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ২০২৪-২৫ সালের পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনের অনুষ্ঠান মঞ্চে।
বুধবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। মঞ্চে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ ধন চক্রবর্তী, সম্পাদক পার্থ চৌধুরী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিভিন্ন টুর্নামেন্টে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের মধ্যে সেরা ব্যাটসম্যান, বোলার, উইকেটকিপার, ফিল্ডার ও সেরা কোচ সহ সেরা দল হিসেবে নির্বাচিত স্কুল ও ক্লাবগুলিকে পুরস্কৃত করা হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, স্থানীয় পর্যায়ে ক্রিকেটের মান উন্নয়নে সংস্থাটি যে নিষ্ঠার সঙ্গে কাজ করছে, তা প্রশংসনীয়। পাশাপাশি, রাজ্যের সামগ্রিক খেলাধুলার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে উল্লেখ করেন বক্তারা। সরকারের উদ্যোগে খেলার অবকাঠামো উন্নয়ন, মাঠ সংস্কার এবং খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও তাঁরা জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ