রাস পূর্ণিমা উপলক্ষে মালদা শহরে কৃষ্ণভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা
মালদা, ৫ নভেম্বর ( হি. স.) : রাস পূর্ণিমা উপলক্ষে মালদা শহরজুড়ে অনুষ্ঠিত হলো কৃষ্ণভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা। বুধবার সকালে শহরের বি এস রোডের চুরি পট্টি এলাকা থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। শ্রীশ্রী ব্রজযুগল
রাস যাত্রা মালদা


মালদা, ৫ নভেম্বর ( হি. স.) : রাস পূর্ণিমা উপলক্ষে মালদা শহরজুড়ে অনুষ্ঠিত হলো কৃষ্ণভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা। বুধবার সকালে শহরের বি এস রোডের চুরি পট্টি এলাকা থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। শ্রীশ্রী ব্রজযুগল ও শ্রীশ্রী রাধাকৃষ্ণ ঠাকুরবাড়ির সদস্যদের উদ্যোগে প্রতিবছর এই রাস উৎসব পালিত হয়। তারই অঙ্গ হিসেবে আজকের এই শোভাযাত্রায় নারী-পুরুষ নির্বিশেষে অনেকে অংশ নেন। কেউ কৃষ্ণ সেজে, কেউ রাধা, আবার কেউ বা শ্রীশ্রী চৈতন্যদেবের বেশে অংশ নিয়ে শোভাযাত্রাকে করে তোলেন আরও রঙিন ও আনন্দঘন। শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ভক্তদের জন্য ভোগ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। সারাদিন জুড়ে মালদা শহরে উৎসবের আবহে ভরপুর ছিল ভক্তিমূলক সঙ্গীত ও আনন্দের রেশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande