ভোটের আগের দিন দলবদল বিহারের প্রার্থীর
মুঙ্গের, ৫ নভেম্বর (হি.স.): নির্বাচনের এক দিন আগেই শিবির বদল। বিজেপিতে যোগ দিলেন জন সুরাজ পার্টির প্রার্থী। বৃহস্পতিবার বিহার বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এই ভোটের এক দিন আগেই শিবির বদল করলেন এক প্রার্থী। জন সুরাজ পার্টি ছেড়ে বিজেপিতে
ভোটের আগের দিন দলবদল বিহারের প্রার্থীর


মুঙ্গের, ৫ নভেম্বর (হি.স.): নির্বাচনের এক দিন আগেই শিবির বদল। বিজেপিতে যোগ দিলেন জন সুরাজ পার্টির প্রার্থী। বৃহস্পতিবার বিহার বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এই ভোটের এক দিন আগেই শিবির বদল করলেন এক প্রার্থী। জন সুরাজ পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সঞ্জয় সিং। তাঁকে মুঙ্গের আসনে প্রার্থী করেছিল জন সুরাজ পার্টি।

বিজেপিতে যোগদানের পর সঞ্জয় সিং সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহার নতুন উচ্চতায় উঠবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande