
হাবড়া, ৫ নভেম্বর ( হি.স.): মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিতরণের কাজ। বুধবার ছিল দ্বিতীয় দিন। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন এই ফর্ম। হাবড়ার ২৩২ নম্বর বুথে দেখা গেল, ভোটার তালিকা ও ফর্ম পূরণ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রশ্ন। অনেকেই অভিযোগ করছেন, ২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের কারও নাম না থাকায় এখন তাঁরা কী করবেন তা বুঝে উঠতে পারছেন না। কেউ বিয়ের পর অন্য এলাকায় এসেছেন, কারও বাবা-মা ভোটার তালিকায় আলাদা বছরে যুক্ত — ফলে ফর্মে তথ্য মেলাতে সমস্যায় পড়ছেন অনেকে। এই অবস্থায়, নির্বাচন কমিশন নির্ধারিত ১১টি নথির মধ্যে যে কোনও একটি জমা দিতে বলা হলেও অনেকেই সেই নথি জোগাড়ের চেষ্টায় ব্যস্ত। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই কি নাগরিকত্ব হারানোর সম্ভাবনা—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়