৭ নভেম্বর থেকে ১ বছর দেশজুড়ে পালিত হবে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বর্ষ
কলকাতা, ৫ নভেম্বর, (হি.স.): আগামী ৭ নভেম্বর থেকে ১ বছর দেশজুড়ে পালিত হবে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বর্ষ। বুধবার সাংবাদিকদের এ কথা জানান বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ দিন বক্তব্যের শুরুতেই তিনি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’
বন্দে মাতরম প্রেস কনফারেন্সে


কলকাতা, ৫ নভেম্বর, (হি.স.): আগামী ৭ নভেম্বর থেকে ১ বছর দেশজুড়ে পালিত হবে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বর্ষ। বুধবার সাংবাদিকদের এ কথা জানান বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

এ দিন বক্তব্যের শুরুতেই তিনি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তির উল্লেখ করেন। তিনি বলেন, শুধু ব্রিটিশ ভারতেই নয়, বর্তমান যুগে দাঁড়িয়েও স্কুল কলেজ থেকে শুরু করে, সীমান্তে সেনা বাহিনী, রাজনৈতিক দল ‘বন্দে মাতরম’ ব্যবহার করে। এই শব্দ ভারতীয়দের মধ্যে এক অনুরণন তৈরি করে।

১৯৩৭ সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি সভা হয়। তারা সেদিন বন্দে মাতরমকে খন্ডিত করে দিয়েছিলেন। আমরা চাই এই প্রজন্ম সংক্ষিপ্ত বন্দে মাতরম নয়, পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ এর রূপ জানুক। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং সর্বভারতীয় নেতারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ৬১ জায়গায় কাল অখণ্ড বন্দে মাতরম গাওয়া হবে।

এই কর্মসূচিতে হুগলিতে যে ‘বন্দে মাতরম ভবন’ আছে সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশাল উপস্থিত থাকবেন। এছাড়াও উত্তর ২৪ পরগনার কাঁঠাল পাড়ায় যেখানে বঙ্কিমচন্দ্রের পৈতৃক বাসভবন ছিল সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন, মুর্শিদাবাদের লালগোলায় উপস্থিত থাকবেন বর্ষীয়ান নেতা রাহুল সিনহা, কলকাতার কলেজ স্ট্রিটে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উত্তর ২৪ পরগনায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande