
ধানবাদ, ৫ নভেম্বর (হি.স.): ঝাড়খন্ডের ধানবাদে মেলায় একটি দোলনা ভেঙে যাওয়ায় তিনজন আহত হয়েছে । ঘটনাটি ঘটছে, মঙ্গলবার গভীর রাতে ঝরিয়ার বোরাগড় ওপি এলাকার বিএনআর কলোনিতে।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মেলায় একটি বড় দুর্ঘটনা ঘটে। একটি দোলনা হঠাৎ ভেঙে যায়। ঘটনায় দুই মহিলা এবং একজন পুরুষ পড়ে যান এবং গুরুতর ভাবে আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের হাসপাতলে নিয়ে যায়। যেখানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় আছে। মেলায় উপস্থিত ক্ষুব্ধ লোকজন দোলনা অপারেটরকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দোলনা অপারেটরকে আটক করেছে এবং তদন্ত শুরু করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন