কার্তিক পূর্ণিমা ও শোনপুর মেলা উপলক্ষে বাড়তি কিছু স্টেশনে ওঠানামার সুযোগ
কলকাতা, ৫ নভেম্বর, (হি.স.): রেল কর্তৃপক্ষ কার্তিক পূর্ণিমা/শোনপুর মেলা চলাকালীন পূর্ব মধ্য রেলের বিভিন্ন স্টেশনে নিম্নলিখিত ট্রেনগুলির এক (০১) মিনিটের অস্থায়ী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে: • ১৫০২৭ সম্বলপুর – গোরক্ষপুর এক্সপ্রেস এবং ১৫০২৮ গোরক্
কার্তিক পূর্ণিমা ও শোনপুর মেলা উপলক্ষে বাড়তি কিছু স্টেশনে ওঠানামার সুযোগ


কলকাতা, ৫ নভেম্বর, (হি.স.): রেল কর্তৃপক্ষ কার্তিক পূর্ণিমা/শোনপুর মেলা চলাকালীন পূর্ব মধ্য রেলের বিভিন্ন স্টেশনে নিম্নলিখিত ট্রেনগুলির এক (০১) মিনিটের অস্থায়ী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে:

• ১৫০২৭ সম্বলপুর – গোরক্ষপুর এক্সপ্রেস এবং ১৫০২৮ গোরক্ষপুর – সম্বলপুর এক্সপ্রেস রাম দয়ালু নগর, তুর্কি, কুর্হানি, সরাই এবং ঘোষওয়ার স্টেশনে থামবে।

• ১৫০২০ কাঠগুদাম – হাওড়া বাগ এক্সপ্রেস রাম দয়ালু নগর, তুর্কি, কুরহানি, সারাই এবং ঘোসওয়ার স্টেশনে থামবে।

• ১৫০২৭ সম্বলপুর – গোরখপুর এক্সপ্রেস পরমানন্দপুর, নয়াগাঁও, সিতালপুর, আওয়াতারনগর, বড়গোপাল, গোল্ডিংগঞ্জ স্টেশনে থামবে।

• ১৩০১৯ হাওড়া – কাঠগোদাম এক্সপ্রেস পরমানন্দপুর, শীতলপুর, আওতারনগর, বড়গোপাল, গোল্ডিংগঞ্জ স্টেশনে থামবে।

১৩১০৫ শিয়ালদহ – বালিয়া এক্সপ্রেস পরমানন্দপুর, অবতারনগর, বড়গোপাল, গোল্ডিংগঞ্জ স্টেশনে থামবে।

• শিয়ালদহ - বালিয়া এক্সপ্রেস এবং ১৩১০৬ বালিয়া - শিয়ালদহ এক্সপ্রেস নান্দানি লাগুনিয়া, বুজুর্গ, সাহাদকান, ছাহাদক্‌সট্‌স-এ থামবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande