ধর্মনগরে বিএমএস অফিস সিলগালা, প্রশাসনের কঠোর পদক্ষেপে উত্তেজনা প্রশমনের উদ্যোগ
ধর্মনগর (ত্রিপুরা), ৫ নভেম্বর (হি.স.) : ক্রমবর্ধমান অস্থিরতা রোধে দৃঢ় প্রশাসনিক পদক্ষেপ নিল উত্তর জেলা প্রশাসন। বুধবার বিকেলে মহকুমা প্রশাসনের উদ্যোগে ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) উত্তর জেলা অফিস সিলগালা করে দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠনের অভ্যন্তর
ত্রিপুরা সরকার


ধর্মনগর (ত্রিপুরা), ৫ নভেম্বর (হি.স.) : ক্রমবর্ধমান অস্থিরতা রোধে দৃঢ় প্রশাসনিক পদক্ষেপ নিল উত্তর জেলা প্রশাসন। বুধবার বিকেলে মহকুমা প্রশাসনের উদ্যোগে ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) উত্তর জেলা অফিস সিলগালা করে দেওয়া হয়েছে।

শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ গোষ্ঠীগত বিরোধের কারণে দীর্ঘদিন ধরেই শহরে উত্তেজনার পরিবেশ বিরাজ করছিল। পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে, সেই লক্ষ্যে সরকারী নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিলগালা অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগরের অতিরিক্ত মহকুমা শাসক ডেভিড হালাম। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং স্থানীয় পুলিশের সদস্যরা।

অতিরিক্ত মহকুমা শাসক ডেভিড হালাম বলেন, “সম্ভাব্য আইনশৃঙ্খলার সমস্যা এড়াতে অফিসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।”

জানা গেছে, বিএমএস-এর দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে মতবিরোধ ও সংঘর্ষের জেরে শহরে একাধিকবার উত্তেজনা দেখা দেয়। ফলে প্রশাসন বাধ্য হয় এই কঠোর পদক্ষেপ নিতে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, অফিসটি সাময়িকভাবে বন্ধ থাকলে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande