ধর্মনগরে জাল নথি দিয়ে জামিন নিশ্চিতের চেষ্টা, দুই অভিযুক্ত গ্রেফতার
ধর্মনগর (ত্রিপুরা), ৫ নভেম্বর (হি.স.) : বিচার ব্যবস্থার পবিত্রতা ভঙ্গের এক চাঞ্চল্যকর ঘটনায় ধর্মনগর আদালতে জাল নথি জমা দিয়ে এক বাংলাদেশি নাগরিকের জামিন নিশ্চিত করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে অভিযুক্ত দুপল নাথ ও
ত্রিপুরা পুলিশ


ধর্মনগর (ত্রিপুরা), ৫ নভেম্বর (হি.স.) : বিচার ব্যবস্থার পবিত্রতা ভঙ্গের এক চাঞ্চল্যকর ঘটনায় ধর্মনগর আদালতে জাল নথি জমা দিয়ে এক বাংলাদেশি নাগরিকের জামিন নিশ্চিত করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে অভিযুক্ত দুপল নাথ ও সঞ্জীব মালাকারকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, স্বাস্থ্য দফতরে অধীনে কর্মরত সরকারি কর্মচারী দুপল নাথ জামিন প্রক্রিয়াকে সহজ করতে আদালতে একটি জাল বেতন স্লিপ জমা দেন। জানা গেছে, তিনি বর্তমানে ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ভাগ্যপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এবং ধর্মনগর মহকুমার গোবিন্দপুর এলাকায় বসবাস করেন। আদালতের কার্যক্রম চলাকালীন জাল নথি জমা দেওয়ার ঘটনায় সঞ্জীব মালাকারেরও সম্পৃক্ততা পাওয়া গেছে।

এই ঘটনার পর সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিচার বিভাগের অখণ্ডতার মধ্যে এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপ প্রশাসনিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ধর্মনগর থানার কর্মকর্তা দুলাল চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ইতিমধ্যেই জাল নথির উৎস অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি এই ঘটনার পেছনে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ মিলেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande