ইলন মাস্কের ১ ট্রিলিয়ন বেতনের প্যাকেজ অনুমোদন টেসলার শেয়ারহোল্ডারদের
ওয়াশিংটন, ৭ নভেম্বর (হি.স.): রোজগার বাড়ল ইলন মাস্ক-এর। টেসলার শেয়ার হোল্ডাররা পরবর্তী দশকের জন্য মাস্কের প্রায় এক ট্রিলিয়ন (ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ কোটি টাকা) বেতনের প্যাকেজ অনুমোদন করেন। টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণসভায় এই প্যাকেজ
ইলন মাস্ক


ওয়াশিংটন, ৭ নভেম্বর (হি.স.): রোজগার বাড়ল ইলন মাস্ক-এর। টেসলার শেয়ার হোল্ডাররা পরবর্তী দশকের জন্য মাস্কের প্রায় এক ট্রিলিয়ন (ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ কোটি টাকা) বেতনের প্যাকেজ অনুমোদন করেন। টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণসভায় এই প্যাকেজ অনুমোদন হয়।

এ দিন টেসলার টেক্সাসের অস্টিন কারখানায় বসেছিল গণভোটের আসর। সেখানেই ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার মাস্ককে বছরে ১ ট্রিলিয়ন ডলার বেতন দেওয়ার পক্ষে ভোট দেন। ফল প্রকাশের পরে উচ্ছ্বসিত ইলন মাস্ক বলেন, ‘আমাকে যাঁরা সমর্থন করেছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’

ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে টেসলার। কোম্পানির পরিচালন বোর্ডের সদস্যরা মনে করেন, মাস্ককে ছাড়া সেই কাজ সম্ভব নয়। টেসলার চেয়ারম্যান রবিন ডেনহলম স্পষ্ট ভাষায় বলে দেন, ‘মাস্ককে ধরে রাখা টেসলার ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি।’

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই বিপুল অর্থ দেওয়ার পিছনে এক বিশেষ কারণ রয়েছে। অন্তত আরও সাড়ে সাত বছর যাতে টেসলা সংস্থাতেই থাকেন, তার জন্য এই বিপুল প্য়াকেজের ঘোষণা। টেসলায় ইলন মাস্কের শেয়ারও প্রায় ২৫ শতাংশের বেশি হবে এবার থেকে। নিজের সংস্থা টেসলার বৃদ্ধি নিয়ে একাধিক পরিকল্পনা থাকলেও, ইলন মাস্ক সম্প্রতিই ইঙ্গিত দিয়েছিলেন যে, কোম্পানিতে তাঁর শেয়ার না বাড়ালে টেসলার দায়িত্ব তিনি ছাড়তে পারেন বা মালিকানা থেকে সরে আসতে পারেন। মাস্ক চান, তাঁর হাতে এতটা শেয়ার থাকুক, যাতে কোম্পানিতে তাঁর কর্তৃত্ব বজায় থাকে। টেসলার ভবিষ্যতের জন্য তাঁর কোনও পরিকল্পনা থাকলে, তা বাস্তবায়নে যেন কোনও সমস্যা না হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande