শাটডাউনে সংকট, মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০ বিমানবন্দরে উড়ান কমবে ১০ শতাংশ
ওয়াশিংটন, ৬ নভেম্বর (হি.স.) : দীর্ঘতম সরকারি শাটডাউনের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান পরিষেবা বড় ধাক্কার মুখে। শুক্রবার সকাল থেকে দেশের ৪০টি প্রধান বিমানবন্দরে বিমান চলাচলের ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার (ভারতীয় সময় অনুসারে
সরকারি শাটডাউনে সংকট , মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০ বিমানবন্দরে বিমান কমবে ১০ শতাংশ


ওয়াশিংটন, ৬ নভেম্বর (হি.স.) : দীর্ঘতম সরকারি শাটডাউনের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান পরিষেবা বড় ধাক্কার মুখে। শুক্রবার সকাল থেকে দেশের ৪০টি প্রধান বিমানবন্দরে বিমান চলাচলের ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার (ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ) এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি।

নির্দেশিকা জারির কিছুদিন আগেই শন ডাফি সতর্ক করেছিলেন, যে শাটডাউনের জেরে আমেরিকার আকাশসীমাও বন্ধ হতে পারে। ইতিমধ্যেই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এর অন্তর্গত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের একাধিক কর্মী কাজ ছেড়ে দিয়েছেন শাটডাউনের জেরে। একই সঙ্গে উদ্বেগ বাড়ছে আমেরিকার নিরাপত্তা নিয়েও।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রশাসক ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেতনহীন অবস্থায় কাজ করায় বিমান কর্মীদের মধ্যে অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তি বেড়ে গেছে। তাঁর কথায়, আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল কমানো ছাড়া অন্য উপায় নেই। তাই ধাপে ধাপে বিমান কমানো হবে। শুক্রবার থেকে ৪ শতাংশ এবং আগামী সপ্তাহে বিমান হ্রাসের পরিমাণ ১০ শতাংশে পৌঁছবে। এর ফলে সারা দেশে দিনে প্রায় ৪,০০০ বিমান কমবে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

চলতি বছরের ১ অক্টোবর থেকে শুরু হওয়া শাটডাউন আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। যার জেরে সেখানকার বেশ কয়েকটি সরকারি দপ্তর আপাতত আংশিক ভাবে বন্ধ রাখা হয়েছে। প্রায় ১৩,০০০ বিমান কর্মী এবং ৫০,০০০ নিরাপত্তা কর্মী এক মাসেরও বেশি সময় ধরে বেতন ছাড়াই কাজ করছেন।

এদিন পরিবহনমন্ত্রী ডাফি আরও জানিয়েছেন, শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচলে আরও কঠোর নিয়ন্ত্রণ জারি করা হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande