পাকিস্তানে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, দগ্ধ সাত যাত্রী
করাচি, ৬ নভেম্বর (হি.স.): পাকিস্তানের বালুচিস্তানের উপকূলীয় জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক এবং একটি যাত্রিবাহী বাসের সংঘর্ষের পর আগুন লেগে কমপক্ষে সাত যাত্রী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তথ্য অনুসারে, বুধবার বালুচ
পাকিস্তানে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, দগ্ধ সাত যাত্রী


করাচি, ৬ নভেম্বর (হি.স.): পাকিস্তানের বালুচিস্তানের উপকূলীয় জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি

ট্রাক এবং একটি যাত্রিবাহী বাসের সংঘর্ষের পর আগুন লেগে কমপক্ষে সাত যাত্রী দগ্ধ

হয়েছেন বলে জানা গেছে।

তথ্য অনুসারে, বুধবার বালুচিস্তানের

মাকরান উপকূলীয় জাতীয় সড়কের কুন্ড মালির নালি উত্রাইয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে,

যেখানে

গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সাথে একটি যাত্রিবাহী বাসের সংঘর্ষ হয়। এরপর

বাসটিতে আগুন ধরে যায় এবং সাতজন জীবন্ত দগ্ধ হন।পুলিশ

ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।ঘটনার

কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকের

দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande