
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, পূর্ব রেলের হাওড়া ও রক্সৌল, শিয়ালদহ ও জয়নগর এবং আসানসোল ও গয়ার মধ্যে তিনটি (০৩) অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০৩০৩৯ হাওড়া - রক্সৌল অসংরক্ষিত বিশেষ ট্রেন ১০.১১.২০২৫ তারিখে হাওড়া থেকে বিকাল ৩:১৫ মিনিটে ছেড়ে পরের দিন ৮:০০ টায় রক্সৌলে পৌঁছাবে এবং ০৩০৪০ রক্সৌল - হাওড়া অসংরক্ষিত বিশেষ ট্রেন ১১.১১.২০২৫ তারিখে রাত ১১:০০ টায় রক্সৌল থেকে ছেড়ে পরের দিন ৫:১৫ টায় হাওড়া পৌঁছাবে। ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডিহ স্টেশনে পূর্ব রেলওয়ের এক্তিয়ারে উভয় দিকেই থামবে।
০৩১৮৯ শিয়ালদা - জয়নগর অসংরক্ষিত স্পেশাল ১০.১১.২০২৫ তারিখে ১৫:৪০ টায় শিয়ালদহ ছেড়ে পরের দিন ৭:০০ টায় জয়নগর পৌঁছবে এবং ০৩১৯০ জয়নগর - শিয়ালদা অসংরক্ষিত স্পেশাল জয়নগর থেকে ১০.১১.২০২৫ এ পৌঁছবে। পরের দিন ১:৩০ টায় ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডিহ স্টেশনে পূর্ব রেলের অধিক্ষেত্রে উভয় দিকেই থামবে।
০৩৫১৫ আসানসোল - গয়া অসংরক্ষিত স্পেশাল ১০.১১.২০২৫ তারিখে দুপুর ১:০০ টায় আসানসোল থেকে ছেড়ে একই দিনে রাত ২:৫০ টায় গয়া পৌঁছাবে এবং ০৩৫১৬ গয়া - আসানসোল অসংরক্ষিত স্পেশাল ১১.১১.২০২৫ তারিখে রাত ০০:৫০ টায় গয়া থেকে ছেড়ে একই দিনে রাত ১১:৪০ টায় আসানসোল পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডিহ স্টেশনে থামবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত