
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): “জানা যাচ্ছে যে আবাসিকদের প্রায় ৮৫ শতাংশ বহিরাগত। এলাকায় ২ লক্ষ লোক, ৪ হাজার ভোটার! কখনো জানা যাচ্ছে যে কিরকম অবাস্তব হারে ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, বিশেষত মুসলিম ভোটারদের সংখ্যা।” একাধিক ভিডিয়ো-সহ রবিবার এক্সবার্তায় এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, “এসআইআর (SIR) শুরু হতেই পশ্চিমবঙ্গে বিভিন্ন বিচিত্র দৃশ্য দেখা যাচ্ছে, অদ্ভুত সব তথ্য সামনে আসছে। কখনো রাজারহাট - নিউ টাউন এলাকার অবৈধ বাংলাদেশী কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ, কখনো গুলশান কলোনিতে গিয়ে কার্যত গোলক ধাঁধায় পড়ছেন বিএলও-রা। ঘিঞ্জি এলাকার এত মানুষজনের মধ্যে ভোটার খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
শুভেন্দুবাবু লিখেছেন, “সংযুক্ত ভিডিও তে দুটি এই রকম চিত্র তুলে ধরলাম। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার গোঁড়ের হাট খাল পাড়ে থাকা বাংলাদেশী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বস্তি অনেকটাই ফাঁকা। অন্যদিকে হাওড়া জেলার রামরাজাতলা থেকে পালাতে ব্যস্ত অবৈধ বাংলাদেশীরা।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত