জল প্রকল্পের গেটে শ্রমিক বিক্ষোভ, আটক রইলেন আধিকারিকরা
মহিষাদল, ৯ নভেম্বর ( হি. স.):- দীর্ঘদিন ধরে দাবি না মেটায় উত্তপ্ত হয়ে উঠল মহিষাদল ব্লকের গেঁওখালীর জল প্রকল্প এলাকা। রবিবার সকাল থেকে পি এইচ ই (পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং) বিভাগের জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কর্মরত শ্রমিকরা
জল প্রকল্প ঘিরে বিক্ষোভ


মহিষাদল, ৯ নভেম্বর ( হি. স.):- দীর্ঘদিন ধরে দাবি না মেটায় উত্তপ্ত হয়ে উঠল মহিষাদল ব্লকের গেঁওখালীর জল প্রকল্প এলাকা। রবিবার সকাল থেকে পি এইচ ই (পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং) বিভাগের জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কর্মরত শ্রমিকরা। অভিযোগ, গত দুই বছর ধরে তাঁদের সিওডি করা হয়নি। স্থানীয় বিধায়ক ও কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনও সাড়া না মেলায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।বিক্ষোভরত শ্রমিক পূর্ণেন্দু গিরি জানান, “শেষবার ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সিওডি হয়েছিল। এরপর বহুবার আবেদন করেও কোনও উত্তর মেলেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে বসেছি। কর্তৃপক্ষ দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে। আপাতত পরিষেবা চালু রেখে বিক্ষোভ করছি, পরে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।”বিক্ষোভের জেরে প্রকল্পের গেট বন্ধ করে দেওয়ায় আধিকারিকরা প্ল্যান্টে প্রবেশ করতে পারেননি। কারিগরি আধিকারিক সেখ আবুল কালাম আজাদ বলেন, “আমাদের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, কিন্তু প্রবেশ করতে না দেওয়ায় তা বাতিল করতে হয়েছে।” ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও শ্রমিকরা গেটের সামনে বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande