এনুমারেশন আবেদনপত্র দিতে গিয়ে মৃত্যু মেমারির বিএলও-র
মেমারি, ৯ নভেম্বর (হি.স.): নমিতা হাঁসদা নামে মেমারি ২ নম্বর ব্লকের ২৭৮ নম্বর বুথের বিএলও-র অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিডিও আরও বেশি করে এনুমারেশন আবেদনপত্র বিলি করার জন্য চাপ দিচ্ছিলেন। সে কারণেই নাকি মানসিক চাপে ছিলেন মহিলা। তাই ব্
এনুমারেশন আবেদনপত্র দিতে গিয়ে মৃত্যু মেমারির বিএলও-র


মেমারি, ৯ নভেম্বর (হি.স.): নমিতা হাঁসদা নামে মেমারি ২ নম্বর ব্লকের ২৭৮ নম্বর বুথের বিএলও-র অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

পরিবারের দাবি, বিডিও আরও বেশি করে এনুমারেশন আবেদনপত্র বিলি করার জন্য চাপ দিচ্ছিলেন। সে কারণেই নাকি মানসিক চাপে ছিলেন মহিলা। তাই ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।

বছর পঞ্চাশের ওই মহিলা মেমারির চক বলরামপুরের বাসিন্দা। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। জানা গিয়েছে, মেমারি থানার বোহার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় শনিবার এসআইআরের জন্য এনুমারেশন আবেদনপত্র দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, রাতেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রবিবার কালনা শ্মশানঘাটে শবদাহ করেন পরিবারের লোকজনেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande