ছবি তুলতে যাওয়ার পথে প্রৌঢ়ার মৃত্যু আলিপুরদুয়ারে
আলিপুরদুয়ার, ৯ নভেম্বর (হি.স.): বিশেষ নিবিড় সংশোধনের ফর্ম পূরণের জন্য ছবি প্রয়োজন। আর সেই ছবি তুলতে যাওয়ার পথে প্রৌঢ়ার মৃত্যু হলো। রবিবার আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির নারারথলিতে ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, এদিন নাতনির স্কু
ছবি তুলতে যাওয়ার পথে প্রৌঢ়ার মৃত্যু আলিপুরদুয়ারে


আলিপুরদুয়ার, ৯ নভেম্বর (হি.স.): বিশেষ নিবিড় সংশোধনের ফর্ম পূরণের জন্য ছবি প্রয়োজন। আর সেই ছবি তুলতে যাওয়ার পথে প্রৌঢ়ার মৃত্যু হলো। রবিবার আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির নারারথলিতে ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, এদিন নাতনির স্কুটারে চেপে ছবি তুলতে যাচ্ছিলেন ভারতী মালাকার নামে এক প্রৌঢ়া। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে স্কুটারের ধাক্কা লাগলে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জখম নাতনি মুন্নি মালাকার হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। সেই বিশেষ নিবিড় সংশোধন এর ফর্ম পূরণ করার জন্য ভোটারের একটি বর্তমান ছবি প্রয়োজন। সেই কারণেই এদিন নাতনির সঙ্গে ছবি তুলতে যাচ্ছিলেন ওই প্রৌঢ়া।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande