
কোলাঘাট, ৯ নভেম্বর (হি.স.): রাজ্যজুড়ে এসআইআর কার্যক্রম শুরু হলেও অভিযোগ উঠেছে কিছু বিএলও-এর নিরপেক্ষতা নিয়ে। এবার অভিযোগ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে।
বিজেপির দাবি, ওই ৪০ নম্বর বুথের বিএলও শীতল মণ্ডল সক্রিয় তৃণমূল নেতা। শীতল মণ্ডল একসময়ে কুলিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য ছিলেন এবং বর্তমানে তৃণমূলের বিএলএ হিসেবেও নাম রয়েছে। এই বিষয় নিয়ে বিজেপি নেতা তাপস পাত্র কোলাঘাট ব্লকের বিডিও-র কাছে অভিযোগ করেছেন।
শীতল মণ্ডল স্বীকার করেছেন যে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত, তবে জানিয়েছেন, এই কারণে তিনি কোলাঘাট ব্লকের তৃণমূল নেতৃত্বকে লিখিতভাবে জানিয়েছিলেন যে তাঁর নাম বিএলএ থেকে সরানো হোক। এ ঘটনা নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি