ভারতীয় বায়ু সেনার এয়ার শো : গুয়াহাটিতে ব্যাপক জ্যাম, নাকাল আমজনতা
গুয়াহাটি, ৫ নভেম্বর (হি.স.) : ভারতীয় বায়ু সেনার ৯৩-তম ‘এয়ার ফোৰ্স ডে ফ্লাইপাস্ট ২০২৫’ (এয়ার শো)-এর পরিপ্রেক্ষিতে গুয়াহাটি শহরে আজ ব্যাপক জানজটের সৃষ্টি হয়েছিল। ফলে নাকাল হয়েছেন আমজনতা। মূলত গুয়াহাটি শহরে আজ যানবাহন চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি
ভারতীয় বায়ু সেনার এয়ার শো, গুয়াহাটিতে ব্যাপক জ্যাম


গুয়াহাটি, ৫ নভেম্বর (হি.স.) : ভারতীয় বায়ু সেনার ৯৩-তম ‘এয়ার ফোৰ্স ডে ফ্লাইপাস্ট ২০২৫’ (এয়ার শো)-এর পরিপ্রেক্ষিতে গুয়াহাটি শহরে আজ ব্যাপক জানজটের সৃষ্টি হয়েছিল। ফলে নাকাল হয়েছেন আমজনতা।

মূলত গুয়াহাটি শহরে আজ যানবাহন চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল মেট্রো ট্রাফিক পুলিশ। নিষেধাজ্ঞা অনুয়ায়ী আজ (রবিবার) সকাল সাতটা (৭.০০) থেকে বিকাল পাঁচটা (৫.০০) পর্যন্ত বাণিজ্যিক যানবাহন এবং অন্য ভারী গাড়িগুলিকে এইচবি রোড, এটি রোড, ডিজি রোড, এমজি রোড, বি বরুয়া রোড, জিএনবি রোডে চলাচলের অনুমতি ছিল না।

এই সময়কালে ঠেলা, বিকশা ইত্যাদি যানবাহনকে এমজি রোডে মাছখোয়া থেকে প্রধান বিচারপতির বাংলো পর্য়ন্ত চলাচল করতে নিষেধ করা হয়েছিল। তবে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জারিকৃত এবং বিতরিত অনুমতিপত্র সংবলিত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন আজ বেলা ১১টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত ওই রুটে যাতায়াতের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে খানাপাড়া থেকে ভরলুমুখগামী সিটিবাসগুলিকে জিএস বোড, এটি রোড, আটগাঁও হয়ে পানবাজারের আরবিআই হয়ে ঘুরতে দেওয়া হয়নি। সিটিবাস ছাড়া জালুকবাড়ির দিক থেকে আগত যে কোনও ভারী যানবাহনকে মহানগরীতে প্ৰবেশ করতে দেওয়া হয়নি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande