অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘর ভস্মীভূত দক্ষিণ ঘিলাতলিতে
কল্যাণপুর (ত্রিপুরা), ৯ নভেম্বর (হি.স.) : খোয়াই জেলার কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলির অভিচরণ মাস্টার পাড়া এলাকায় রবিবার মর্মান্তিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় এক দিনমজুরের খড়ের ছাউনি দেওয়া ঐতিহ্যবাহী ঘর। ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরজিৎ দাস, যিনি পেশায
হরিদ্বারে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার একটি দেহ


কল্যাণপুর (ত্রিপুরা), ৯ নভেম্বর (হি.স.) : খোয়াই জেলার কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলির অভিচরণ মাস্টার পাড়া এলাকায় রবিবার মর্মান্তিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় এক দিনমজুরের খড়ের ছাউনি দেওয়া ঐতিহ্যবাহী ঘর। ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরজিৎ দাস, যিনি পেশায় দিনমজুর এবং কৃষিকাজের সাথেও যুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সরজিৎ ও তাঁর স্ত্রী মাঠে কাজ করছিলেন। বাড়িতে তাদের মেয়ে রান্নার কাজ করছিল মাটির চুলায়। অনুমান করা হচ্ছে, অসাবধানবশত চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে ঘরে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে।

দমকল বাহিনী পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান, তবে ততক্ষণে ঘরসহ প্রায় সমস্ত আসবাবপত্র ও গৃহস্থালির সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সরজিৎ ও তার স্ত্রী বাড়িতে ফিরে এসে ধ্বংসস্তূপ দেখে কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande