শ্রীভূমির নি‌ভিয়ায় বনকর্মীর ওপর জঙ্গলদস্যুদের প্রাণঘাতী হামলা
রামকৃষ্ণনগর (অসম), ৯ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত রাতাবাড়ি থানাধীন নিভিয়ায় বনকর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গলদস্যুদের এক দল। ঘটনা গতকাল শনিবার রাত প্রায় ১১টা নাগাদ সংগঠিত হয়েছে। আজ রবিবার বিভাগীয় সূত্রে জানা গেছে, চেরা‌গি রে
শ্রীভূমির নি‌ভিয়ায় বনকর্মীর ওপর জঙ্গলদস্যুদের প্রাণঘাতী হামলা


রামকৃষ্ণনগর (অসম), ৯ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত রাতাবাড়ি থানাধীন নিভিয়ায় বনকর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গলদস্যুদের এক দল। ঘটনা গতকাল শনিবার রাত প্রায় ১১টা নাগাদ সংগঠিত হয়েছে।

আজ রবিবার বিভাগীয় সূত্রে জানা গেছে, চেরা‌গি রেঞ্জ ফ‌রেস্ট এলাকার সিংলা সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদার এবং জঙ্গলদস্যুদের দাপাদাপি বহুদিনের। গতরাতেও তারা দাপাদাপি করেছে। জানা গেছে, গতকাল শনিবার রাতে বাহারউদ্দিন চৌধুরী, রহিম উদ্দিন সহ প্ৰায় ছয়-সাতজনের দুষ্কৃতীর এক দল জঙ্গল থেকে কাঠ কেটে পাচার করছিল। রাত প্রায় ১১টা নাগাদ নি‌ভিয়া বাজা‌রে বনকর্মীরা ওই সব দুষ্কৃতীকে আটক করার চেষ্টা করেন। তখন দুষ্কৃতীরা কর্তব্যরত ফরেস্ট গার্ড চন্দ্র বরার ওপর প্রাণঘাতী হামলা চালায়। ঘটনা দেখে স্থানীয় মানুষজন এগিয়ে আসলে দুষ্কৃতীরা পাচারকৃত কাঠ ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয়।

ঘটনার খবর পে‌য়ে আজ (র‌বিবার) সকা‌লে শ্রীভূমি সদর থেকে ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) অমল আর বরহা‌দি দলবল নিয়ে সিংলা রিজার্ভ ফরেস্টের রায়পুর এলাকায় ছুটে যান। সিংলা রিজার্ভে ডিএফওর নেতৃত্বে হামলাকারী দুষ্কৃতীদের খুঁজে তালাশি-অভিযান চালান বনকর্মীরা।

সিংলা রিজার্ভে অভিযানকালে জবরদখলকৃত বেশ কয়েকটি ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের ক‌রে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সিংলা রিজার্ভ ফরেস্টে অবৈধ দখলদাররা গাছ কেটে পাকা বাড়ি তৈরির পশপাশি সুপারি বাগান, রবার বাগান এবং বড় বড় ফিশারি গড়ে তুলেছে। তাদের বিরু‌দ্ধে তীব্র উচ্ছেদ অভিযান চালা‌তে প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন এলাকার প‌রি‌বেশ‌প্রেমী জনগণ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande