মেয়েকে খুনের অভিযোগে ধৃত বাবা-মা
লখনউ, ৯ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের একটি গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে খুনের অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। রবিবার পুলিশ জানিয়েছে, সরিতা নামে ওই মেয়েটিকে গত ৫ নভেম্বর হত্যা করা হয় এবং পরের দিন গ্রামের ঝোপের কাছে তার দেহ উদ্ধার করে পুলিশ।
মেয়েকে খুনের অভিযোগে ধৃত বাবা-মা


লখনউ, ৯ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের একটি গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে খুনের অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। রবিবার পুলিশ জানিয়েছে, সরিতা নামে ওই মেয়েটিকে গত ৫ নভেম্বর হত্যা করা হয় এবং পরের দিন গ্রামের ঝোপের কাছে তার দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত রমেশ প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে অপরাধের কথা স্বীকার করে নেয়। রমেশ জানায়, নিষেধ করার পরেও তার মেয়ে গ্রামের একাধিক ছেলের সঙ্গে যোগাযোগ রাখছিল। এতেই তারা ক্ষুব্ধ ছিল। পুলিশ জানিয়েছে, সেদিন রাতে সরিতার মা মেয়েকে ঘুমের ওষুধ দেয়। এর পরে দম্পতি মেয়েটিকে বাড়ি থেকে কিছু দূরে নিয়ে যায়। সেখানে রমেশ ধারাল অস্ত্র দিয়ে মেয়েকে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার করা হয়। তদন্ত করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande