
ঠাকুরনগর, ৯ নভেম্বর ( হি. স.): এসআইআর-এর প্রতিবাদে চলা আমরণ অনশন মঞ্চে ফের এক অনশনকারীর অসুস্থ হওয়ার ঘটনা ঘটল। রবিবার ঠাকুরনগরের অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল (৬৫)। হৃদরোগজনিত সমস্যায় তিনি আচমকা অচেতন হয়ে পড়লে তাঁকে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী জানান, “এসআইআর-এর অন্যায় প্রয়োগের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। সরকার উদাসীন ভূমিকা নিচ্ছে বলেই বয়স্ক আন্দোলনকারীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন।”সূত্রের খবর, এখন পর্যন্ত মোট নয়জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এসআইআর বাতিল না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া হবে। অন্যদিকে, প্রশাসনের তরফে অনশনকারীদের অনশন তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঠাকুরনগর জুড়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়