তিরুবনন্তপুরমে পালিত হবে নৌবাহিনী দিবস
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): চলতি বছরে কেরলের তিরুবনন্তপুরমের শাঙ্গুমুঘাম সমুদ্র সৈকতে পালিত হবে নৌবাহিনী দিবস। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের স্মৃতিতে প্রতিবছর ৪ ডিসেম্বর এই দিবস পালন করা হয়, যেখানে নৌবাহিনীর বীরত্ব ও সাফল্য উদযাপন করা হয়। এর আগে
কেরলের তিরুবনন্তপুরমে পালিত হবে নৌবাহিনী দিবস


নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): চলতি বছরে কেরলের তিরুবনন্তপুরমের শাঙ্গুমুঘাম সমুদ্র সৈকতে পালিত হবে নৌবাহিনী দিবস। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের স্মৃতিতে প্রতিবছর ৪ ডিসেম্বর এই দিবস পালন করা হয়, যেখানে নৌবাহিনীর বীরত্ব ও সাফল্য উদযাপন করা হয়। এর আগে ওড়িশার পুরীতে এবং মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

নৌবাহিনীর তরফে ক্যাপ্টেন বিবেক মধওয়াল জানিয়েছেন, এ বছরের অনুষ্ঠান তিরুবনন্তপুরমের শাঙ্গুমুঘাম সৈকতে অনুষ্ঠিত হবে। এটি নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধ ক্ষমতা, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং পরিচালনগত প্রস্তুতিকে জীবন্ত করে তুলবে। একই সময়ে, এটি দেশের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তি এবং স্বনির্ভরতাকেও প্রতিফলিত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande