
হংকং, ৯ নভেম্বর(হি.স.): রবিবার মং ককের মিশন রোড গ্রাউন্ডে হংকং সিক্সেস ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কুয়েতকে ৪৩ রানে হারিয়েছে পাকিস্তান ।
ওপেনার আব্দুল সামাদের ১৩ বলে ৪২ এবং অধিনায়ক আব্বাস আফ্রিদির ১১ বলে ৫২ রানের সুবাদে পাকিস্তান ছয় ওভারে তিন উইকেটে ১৩৫ রানের বিশাল সংগ্রহ করে। জবাবে কুয়েত ৫.১ ওভারে ৯২ রানেই সীমাবদ্ধ থাকে, বাঁ-হাতি স্পিনার মাজ সাদাকাত তিনটি উইকেট নেন।
পাকিস্তানও কুয়েতের বিপক্ষে চার উইকেটে জয়ের মাধ্যমে তাদের অভিযান শুরু করেছিল। পরের ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে দুই রানে হেরে যায়। এরপর, কোয়ার্টার ফাইনালে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে এক রানে হারিয়ে ফাইনালে পৌঁছায়।
হংকং সিক্সেস প্রতিযোগিতায় এটি ছিল পাকিস্তানের ষষ্ঠ শিরোপা জয়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি