বিজেপি নেতাদের নামে পোস্টার, চাঞ্চল্য গোবিন্দকাটিতে
হিঙ্গলগঞ্জ, ৯ নভেম্বর ( হি. স.): উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতাদের নামে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য ও জুতি চ্যাটার্জির নাম উল্লেখ করে লেখা
বিজেপি নেতাদের নামে পোস্টার, চাঞ্চল্য গোবিন্দকাটিতে


হিঙ্গলগঞ্জ, ৯ নভেম্বর ( হি. স.): উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতাদের নামে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য ও জুতি চ্যাটার্জির নাম উল্লেখ করে লেখা হয়েছে, শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে টিকিট কেনার নাম করে টাকার দুর্নীতি করা চলবে না। এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য অভিযোগ করে বলেন, বিজেপির কর্মীরা এ ধরনের কাজ করতে পারে না। টাকা দিয়ে বিজেপির টিকিট মেলে না। এটা তৃণমূলের ষড়যন্ত্র, বিজেপিকে বদনাম করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে। অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম বলেন, ওটা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমরা মানুষের পাশে আছি, ওই পোস্টার নিয়ে কিছু বলার নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande