
কলকাতা, ৯ নভেম্বর(হি.স.):রবিবার সুরাটে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফি প্লেট ম্যাচে মেঘালয়ের আকাশ কুমার দ্রুততম প্রথম-শ্রেণীর পঞ্চাশ রান করলেন।
২৫ বছর বয়সী এই খেলোয়াড় মাত্র ১১ বলে ৫০ রান করেন, যা ওয়েন হোয়াইটের আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়, যিনি ২০১২ সালে এসেক্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে ১২ বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
আকাশ ১৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন, মেঘালয় তাঁদের প্রথম ইনিংস ৬ উইকেটে ৬২৮ রানে ঘোষণা করেন। মাঝখানে তাঁর সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী অবস্থান তাঁকে টানা আটটি ছক্কা হাঁকাতে সাহায্য করে, যার মধ্যে একটি ওভারে ছয়টি সর্বোচ্চ ছক্কাও ছিল।
প্রথম-শ্রেণীর ম্যাচে দ্রুততম অর্ধশতক:
**১১ বল: মেঘালয়ের হয়ে আকাশ কুমার চৌধুরী, অরুণাচল প্রদেশের বিপক্ষে, সুরাটের সিকে পিঠাওয়ালা মাঠে (২০২৫)
**১২ বল: গ্রেস রোড, লেস্টারে এসেক্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে ওয়েন হোয়াইট (২০১২)
**১৩বল: স্ট্যান্ডার্ড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ক্র্যাডক-এ গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের বিরুদ্ধে পূর্ব প্রদেশ বি-এর হয়ে মাইকেল ভ্যান ভুরেন (১৯৮৪)
**১৪ বল: গ্রেস রোড, লেস্টারে এসেক্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে নেড একার্সলি (২০১২)
**১৫ বল: খালিদ মাহমুদ, গুজরানওয়ালার হয়ে, সারগোধার বিপক্ষে, জিন্নাহ স্টেডিয়াম, গুজরানওয়ালা (২০০০/০১)
**১৫ বল: ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আগরতলায় ত্রিপুরার বিপক্ষে জম্মু ও কাশ্মীরের বনদীপ সিং (২০১৫)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি