
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): একাদশ-দ্বাদশে এখনও ১২,৫১৪টি শূন্যপদ রয়েছে। তবে এই শূন্যপদ আরও ৭০০ থেকে ৮০০টি বাড়তে চলেছে বলে রবিবার এসএসসি সূত্রে ইঙ্গিত মিলেছে। তবে ঠিক কত পদ বাড়ছে, ৩-৪ দিন বাদে তা জানা যেতে পারে।
শুক্রবারই স্কুল সার্ভিস কমিশনের এই শিক্ষক নিয়োগের ফল বেরিয়েছে। একসঙ্গে বহু পরীক্ষার্থী ফল দেখতে যাওয়ায় সমস্যা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এসএসসি-র নিজস্ব ওয়েবসাইটে ফল অনেকেই জানতে পারেননি। তবে শনিবারই তাঁদের সুবিধায় নতুন একটি ওয়েবসাইট খুলে দেওয়া হয়। ফলে সব চাকরিপ্রার্থী তাঁদের ফল জানতে পারেন।
সূত্রের খবর, শিক্ষা দফতর থেকে বাড়তি শূন্যপদের হিসেব এলে তার ভিত্তিতে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য সাক্ষাৎকারের তালিকা তৈরি হবে। ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জনকে অর্থাৎ ১:৬ অনুপাতে সাক্ষাৎকার ডাকা হবে বলে এসএসসি সূত্র মারফত জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত