
সাঁইথিয়া, ৯ নভেম্বর ( হি. স.):- রাজ্যের একাধিক এলাকায় বস্তি খালি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চলে যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার এ প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “কাজের তাগিদে অনেকে আসেন, আবার চলে যান। এটাকে অন্যভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে।”তবে তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের বীরভূম সাংগঠনিক জেলার সহ-সভাপতি দীপক দাস বলেন, “কাজের প্রয়োজনে অন্য দেশে কেউ গেলে সে দেশের ভোটার হতে পারেন না। কিন্তু এ রাজ্যে অনুপ্রবেশকারীরাই ভোটে প্রভাব ফেলছেন।”এদিন পরিবহন মন্ত্রী সাঁইথিয়ায় এসে বিমান প্রামানিকের পরিবারের সঙ্গে দেখা করেন।এসআইআর আতঙ্কে বিমান প্রামানিকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের ভাই বিধান প্রামানিক বলেন, “এসআইআর আতঙ্কেই দাদা মারা গেছেন।”
মন্ত্রী এসআইআর প্রক্রিয়া দ্রুত শেষ করে বিধানসভা নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, “কোনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবে না।” এই মন্তব্যকেও কটাক্ষ করেছে বিজেপি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বীরভূমে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়