
বারাসাত, ৯ নভেম্বর ( হি. স.):- বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। ব্লক সভাপতি সহ গোটা কমিটি পরিবর্তনের দাবিতে সরব বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। রবিবার খামারপাড়া এলাকায় বারাসাত ব্লক টু এর পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে বিক্ষুব্ধ নেতা মানষ ঘোষ জানান, “আমরা বহুদিন ধরে দলের উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়ে আসছি। আগামী বৈঠকে যদি কমিটি পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে আমরা নিজেরাই নতুন কমিটি ঘোষণা করব।”বিক্ষুব্ধ নেতা মেহেদী হাসানও জানান, বর্তমান কমিটি দলের কর্মীদের মতামত না নিয়েই গঠিত হয়েছে। তাই সংগঠনে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে, এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম বলেন, “এইভাবে কেউ একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। বিষয়টি দলকে জানানো হবে। দল যদি ডাকে, তাহলে ওদের আসা উচিত ছিল। দল যা সিদ্ধান্ত নেবে, তাই চূড়ান্ত হবে।” দলের অন্দরে এই সংঘাত ঘিরে তৃণমূলের জেলা নেতৃত্বও পরিস্থিতির উপর নজর রাখছে। আগামী বৈঠকেই পরিষ্কার হবে, বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পরিবর্তন আসবে কি না।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়