গুরুগ্রামে প্রতারণা করে ফোন কেনার অভিযোগ, গ্রেফতার তিন
গুরুগ্রাম, ৯ নভেম্বর (হি.স.): নকল ইউপিআই অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোন কেনার সময় দোকানদারকে প্রতারণা করার ঘটনায় গ্রেফতার তিন। অভিযুক্তদের কাছ থেকে মোট তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে। রবিবার পুলিশের এক আধিকারিক জানান, বাদশাহপুরে এক মহিলা দোকান থেকে
গুরুগ্রামে প্রতারণা করে ফোন কেনার অভিযোগ, গ্রেফতার তিন


গুরুগ্রাম, ৯ নভেম্বর (হি.স.): নকল ইউপিআই অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোন কেনার সময় দোকানদারকে প্রতারণা করার ঘটনায় গ্রেফতার তিন। অভিযুক্তদের কাছ থেকে মোট তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

রবিবার পুলিশের এক আধিকারিক জানান, বাদশাহপুরে এক মহিলা দোকান থেকে ফোন কিনে ভুয়ো ইউপিআই অ্যাপে টাকা মেটানো হয়েছে বলে দোকানদারকে দেখিয়েছিল। অথচ বাস্তবে কোনও টাকা দেওয়া হয়নি। দোকানদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সোনু (২৯) ও তার স্ত্রী কাজল (ফরিদাবাদ) ও মহম্মদ সাদেক (৩৪, মালদা)কে গ্রেফতার করে।

তদন্তে দেখা গেছে, কাজল দোকানে গিয়ে ফোন ক্রয় করত, আর সোনু বাইরে দাঁড়িয়ে থাকত। কেনা ফোন পরে সাদেককে বিক্রি করত। পুলিশ জানিয়েছে, ওই দম্পতি গুরুগ্রামে আরও একবড় একইভাবে প্রতারণা করে ফোন কিনেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande