
মালদা, ৯ নভেম্বর ( হি. স.): ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম তাজেল হোসেন (২২) ও মোহাম্মদ মোমিন (২৯)। দু’জনেরই বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই দুই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে। কী কারণে তারা ভারতে প্রবেশ করেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে কোনও বৈধ নথিপত্র উদ্ধার করা যায়নি। অনুমান করা হচ্ছে, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। পুলিশের পক্ষ থেকে বিএসএফকেও বিষয়টি জানানো হয়েছে। রবিবার ধৃত তাজেল হোসেন ও মোহাম্মদ মোমিনকে মালদা জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়