মুর্শিদাবাদে ফের দলবদল, তৃণমূল–বাম–কংগ্রেস ছেড়ে বিজেপিতে ১৬০টি পরিবার
মুর্শিদাবাদ, ৯ নভেম্বর ( হি. স.):- বিধানসভা নির্বাচনের আগে ফের একবার দলবদলের হাওয়া বইল মুর্শিদাবাদে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে প্রায় ১৬০টি পরিবার যোগ দিল বিজেপিতে। এই যোগদানকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে জেলার
দলবদল


মুর্শিদাবাদ, ৯ নভেম্বর ( হি. স.):- বিধানসভা নির্বাচনের আগে ফের একবার দলবদলের হাওয়া বইল মুর্শিদাবাদে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে প্রায় ১৬০টি পরিবার যোগ দিল বিজেপিতে। এই যোগদানকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। রবিবার বহরমপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন–সহ অন্যান্য নেতৃত্ব।বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন বলেন, “রাজ্যের শাসক দলের সন্ত্রাস ও প্রশাসনিক দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। কেন্দ্রের উন্নয়নমুখী পরিকল্পনায় আস্থা রেখেই এত সংখ্যক পরিবার আমাদের দলে যোগ দিয়েছেন। এতে সংগঠন আরও শক্তিশালী হবে।”অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মহঃ জালাউদ্দিন জানান, “আমরা এতদিন তৃণমূল করলেও এখন সেখানে কোনও গণতন্ত্র নেই। বিজেপির উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির দিকেই আমরা বিশ্বাস রাখছি।”বিজেপির দাবি, এই ব্যাপক যোগদান আগামী নির্বাচনে দলের জয়ের পথ আরও মসৃণ করবে। তবে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বিজেপি প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহ করছে। নতুন এই যোগদানকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande