কমিশনের ওয়েবসাইটে নাম না থাকার অভিযোগ দুর্গাপুরের ২৯২ জনের, চাঞ্চল্য
দুর্গাপুর, ৯ নভেম্বর (হি.স.): ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের পোর্টাল থেকে উধাও দুর্গাপুরের ৯টি বুথের ২৯২ জনের নাম। অভিযোগ এমনই। বিষয়টি জানতে পেরে সরাসরি এলাকায় পৌঁছে ক্ষোভ উগরে দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্
২০০২-এর তালিকায় থাকলেও, কমিশনের পোর্টালে উধাও,  দুর্গাপুরে ৯ টা বুথে ২৯২ জন বাসিন্দা আতঙ্কে দিশেহারা, ক্ষুব্ধ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী


দুর্গাপুর, ৯ নভেম্বর (হি.স.): ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের পোর্টাল থেকে উধাও দুর্গাপুরের ৯টি বুথের ২৯২ জনের নাম। অভিযোগ এমনই। বিষয়টি জানতে পেরে সরাসরি এলাকায় পৌঁছে ক্ষোভ উগরে দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার।

মন্ত্রী বলেন, দুর্গাপুরের ৬০০ বুথের মধ্যে ৯টিতে ২৯২ জনের নাম উধাও। রাতের অন্ধকারে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে, অথচ তাদের স্বাধীন ভারতের নাগরিকত্ব রয়েছে। এটি নাগরিকদের দুশ্চিন্তা বাড়ানোর এবং হয়রানি করার চেষ্টা।

ভোটারদের অভিযোগ, হার্ড কপিতে নাম থাকা সত্ত্বেও অনলাইন পোর্টালে নাম না থাকার কারণে আতঙ্ক ছড়িয়েছে। ভারতী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ২১২ নম্বর বুথের এক ভোটার সঞ্জয় সেন জানান, ১৯৯৬ সাল থেকে এখানেই থাকি এবং ভোট দিতাম। ২০০২ সালের তালিকায় নাম আছে, কিন্তু পোর্টালে নেই। তাই দিশেহারা হয়ে গিয়েছি।

এদিকে, বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই পাল্টা অভিযোগ করেছেন, একজনও ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না। তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে বিভ্রান্তি তৈরি করছে।

দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান, বিষয়টি কমিশনের কাছে জানানো হয়েছে এবং নাগরিকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, বিএলওদের মাধ্যমে এনুমারেশন ফর্ম জমা দিয়ে ২০০২ সালের তালিকা এবং প্রয়োজনীয় নথি দেখালে নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই বাড়ি বাড়ি ভোটারদের এনুমারেশন ফর্ম বিতরণ শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande