
আগরতলা, ৯ নভেম্বর (হি.স.) : রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে বনমালীপুর ব্লক কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীস কুমার সাহা জানান, বর্তমানে দেশের হাহাকার পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর উদ্দেশ্যে শাসক দল বিজেপি “বন্দেমাতরম” গানকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। তিনি বলেন, “বন্দেমাতরম” গানের মর্যাদা জাতীয় কংগ্রেস ভালোভাবেই জানে, কিন্তু বিজেপি এই গানকে বিভেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা অত্যন্ত দুঃখজনক।
আশীস কুমার দাস আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য থেকেই স্পষ্ট যে তারা ভারতবর্ষে বিভেদ ও বিভাজনের রাজনীতি কায়েম করতে চাইছে। এর প্রতিবাদেই আজ দেশের সাধারণ মানুষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আহ্বানে রাস্তায় নেমে বর্তমান সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ