
কদমতলা (ত্রিপুরা), ৯ নভেম্বর (হি.স.) : “আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার” – এই মূলমন্ত্রকে সামনে রেখে বিজেি-এর উত্তর জেলার কুর্তি কদমতলা মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে রবিবার দুপুরে কদমতলা চন্দ্রকলা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় মহিলা মোর্চা সম্মেলন।
সম্মেলনের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উদ্বোধন করেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। উপস্থিত ছিলেন বিজেপি নেতা জোহার চক্রবর্তী, কদমতলা ব্লকের ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেবসহ অন্যান্যরা।
বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি অপর্ণা নাথ বলেন, “বর্তমান বিজেপি সরকার মহিলাদের আত্মনির্ভর ও স্বশক্তিকরণের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে। আজ মহিলারা আর কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই।” তিনি আরও জানান, পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে যেখানে প্রায় ৪ হাজার স্ব–সহায়ক দল ছিল, সেখানে বর্তমান বিজেপি সরকারের আমলে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজারে। অপর্ণা নাথ আরও বলেন, “চাকরির ক্ষেত্রেও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।এদিনের সম্মেলনে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বিজেপির শেকড় এ রাজ্যে আরও গভীর হচ্ছে।”
সম্মেলনে অংশগ্রহণকারীদের উপস্থিতি এতটাই ব্যাপক ছিল যে, কমিউনিটি হলের ভিতরে জায়গা দেওয়া দুষ্কর হয়ে পড়ে। উচ্ছ্বসিত পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে মহিলাদের আত্মনির্ভরতা, সংগঠনের ঐক্য ও শক্তিকে আরও দৃঢ় করার অঙ্গীকার গ্রহণ করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ