
বিশালগড় (ত্রিপুরা), ৯ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা জুড়ে ক্রমশ বেড়ে চলেছে বনদস্যুদের তাণ্ডব। এরই মাঝে উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় বন দফতরের অভিযানে উদ্ধার করা হয়েছে একটি অবৈধ স-মিল ও একটি জেনারেটর।
গোপন সূত্রে খবর পেয়ে জম্পুইজলা ফরেস্ট প্রটেকশন ইউনিটের ইনচার্জ বিজয় ঘোষের নেতৃত্বে বন দফতরের কর্মীরা শনিবার গভীর জঙ্গলে হানা দেন। হঠাৎ অভিযানে বনদস্যুরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে বনকর্মীরা অবৈধ স-মিল ও জেনারেটরটি উদ্ধার করেন।
উল্লেখযোগ্যভাবে, মাত্র কয়েকদিন আগে দায়িত্ব গ্রহণের পর থেকেই অফিসার বিজয় ঘোষ বিশালগড় মহকুমাজুড়ে একাধিক স্থানে বনদস্যু দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে বনজ সম্পদ কেটে চোরাই পথে বাজারে বিক্রি করছে।
বন দফতরের আধিকারিক বিজয় ঘোষ বলেন, “আমরা জীবন দিয়ে হলেও বনজ সম্পদ রক্ষা করব। অবৈধ কাঠ ব্যবসায়ীদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।”
অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন দফতরের তরফে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ