
আগরতলা, ৯ নভেম্বর (হি.স.) : গভীর রাতে আমতলি হরিওম অযাচক আশ্রম সংলগ্ন এলাকায় এক গৃহবধূ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে আমতলি থানার পুলিশ, ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার তপন সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন জগন্নাথ দাস ও তার স্ত্রী বিউটি দাস। জগন্নাথ দাসের স্থায়ী বাড়ি বিশালগড়ের গৌতমনগর এলাকায়। শনিবার গভীর রাতে পারিবারিক বিবাদের জেরে স্ত্রী বিউটি দাসকে গলা টিপে খুন করে বলে অভিযোগ উঠেছে জগন্নাথ দাসের বিরুদ্ধে।
রবিবার সকালে অভিযুক্ত স্বামী নিজেই মৃত অবস্থায় স্ত্রীকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিউটি দাসকে মৃত ঘোষণা করেন। এরপরই পরিস্থিতির বেগতিক বুঝে জগন্নাথ দাস হাসপাতাল থেকে পালিয়ে যান। কিছুক্ষণ পর তিনি আমতলি থানায় আত্মসমর্পণ করে নিজের অপরাধ স্বীকার করেন।
আমতলি থানার পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে আটক করে। ঘটনার পর রবিবার দুপুরে থানায় একটি খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে। আমতলীর ওসি পরিতোষ দাস, এসডিপিও পারমিতা পান্ডে, ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, রবিবার বিউটি দাসের মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা আমতলি এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্য।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ