বিজেপি-এর সাংগঠনিক বৈঠকে টিটিএএডিসি ও নগর সংস্থার নির্বাচনের জোর প্রস্তুতি
আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : সমানেই ত্রিপুরা ট্রাইবল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) ও ভিলেজ কমিটির নির্বাচন। অন্যদিকে, ২০২৬ সালে হবে আগরতলা পুর নিগম সহ রাজ্যের ২২টি নগর সংস্থার সাধারণ নির্বাচন। এই নির্বাচনী পর্বগুলিকে সামনে রেখেই
বিজেপির সাংগঠনিক বৈঠক


আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : সমানেই ত্রিপুরা ট্রাইবল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) ও ভিলেজ কমিটির নির্বাচন। অন্যদিকে, ২০২৬ সালে হবে আগরতলা পুর নিগম সহ রাজ্যের ২২টি নগর সংস্থার সাধারণ নির্বাচন। এই নির্বাচনী পর্বগুলিকে সামনে রেখেই সাংগঠনিক শক্তি বাড়াতে উদ্যোগ নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। রবিবার আগরতলায় বিজেপি রাজ্য দফতরে অনুষ্ঠিত হয় দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য সহ-সভাপতি পাপিয়া দত্ত সহ প্রদেশ স্তরের পদাধিকারীরা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলা কমিটির বর্তমান সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানান, “টিটিএএডিসি ও বিভিন্ন নগর সংস্থার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও শক্তিশালী করার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।’’ তবে প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি।

প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, “এটি একটি রুটিন সাংগঠনিক বৈঠক। আসন্ন নির্বাচনগুলিকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জেলা কমিটির পদাধিকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, টিটিএএডিসি নির্বাচনে বিজেপি জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তবে প্রয়োজনে দল একাই নির্বাচনে নামার প্রস্তুতি রাখছে। সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজনৈতিক মহলের মতে, টিটিএএডিসি ও ভিলেজ কমিটির নির্বাচন একসাথে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকি প্রশাসন চাইলে নগর সংস্থার নির্বাচনও কিছুটা এগিয়ে এনে একসাথে করার পরিকল্পনা নিতে পারে। তাই এখন থেকেই শাসকদল বিজেপি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও মজবুত করতে সক্রিয় প্রস্তুতি শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande