আগরতলায় ট্রাফিক পুলিশের অভিযানে জব্দ করা বিকট শব্দযুক্ত ৪১০টি সাইলেন্সার ধ্বংস
আগরতলা, ৯ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় শব্দ দূষণ রোধে বড় পদক্ষেপ নিল ট্রাফিক বিভাগ। সম্প্রতি শহরের বিভিন্ন প্রান্তে পরিচালিত বিশেষ অভিযানে দ্বিচক্র যানবাহনের ৪১০টিরও বেশি বিকট শব্দযুক্ত সাইলেন্সার জব্দ করে ট্রাফিক পুলিশ। আদালতের নির্দেশ অনুস
সাইলেন্সর ধ্বংস


আগরতলা, ৯ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় শব্দ দূষণ রোধে বড় পদক্ষেপ নিল ট্রাফিক বিভাগ। সম্প্রতি শহরের বিভিন্ন প্রান্তে পরিচালিত বিশেষ অভিযানে দ্বিচক্র যানবাহনের ৪১০টিরও বেশি বিকট শব্দযুক্ত সাইলেন্সার জব্দ করে ট্রাফিক পুলিশ। আদালতের নির্দেশ অনুসারে রবিবার ওই সাইলেন্সারগুলি এবিবি কলেজের সামনে বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “এই ধরনের মডিফাই করা বিকট শব্দের সাইলেন্সার শুধুমাত্র শব্দ দূষণই নয়, বয়স্ক ও শিশুদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।” তিনি যুব সমাজের উদ্দেশে আহ্বান জানান, এমন অবৈধ ও বিপজ্জনক পরিবর্তন থেকে বিরত থাকতে।

ট্রাফিক সুপার আরও জানান, আইন ভঙ্গের ক্ষেত্রে মোটরযান আইনের ১৯০(২) ধারায় গাড়ি সিজ করা হতে পারে, দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হতে পারে। ট্রাফিক পুলিশের এই উদ্যোগে রাজধানীতে শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande