বারুইপুর বাইপাসে ফের দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় পুকুরে পড়ে গেল ছোট ভ্যান
বারুইপুর, ১০ ডিসেম্বর (হি.স.)'' রাতের বারুইপুর বাইপাসে ফের ঘটল দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোট ভ্যানে। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের পাশের পুকুরে পড়ে যায় মালবাহী গাড়িটি। উল্
বাঁকুড়ায় রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু এক বৃদ্ধের


বারুইপুর, ১০ ডিসেম্বর (হি.স.)' রাতের বারুইপুর বাইপাসে ফের ঘটল দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোট ভ্যানে। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের পাশের পুকুরে পড়ে যায় মালবাহী গাড়িটি। উল্টে যায় ট্রাকটিও।

অন্যদিকে, বুধবার রাত ২টো নাগাদ কালিকাপুরের কাছে ই এম বাইপাসের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অলোকেশ হালদার নামে এক যুবকের। বাইকে করে রাতে বাড়ি ফিরছিলেন তিনি। অলোকেশ ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে আসছিলেন। বাইকের গতি বেশি ছিল। সেই সময় সিংহবাড়ি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে ধাক্কা মারে গাড়িটি। পরে পাশের ডিভাইডারে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন অলোকেশ। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। জানা গেছে অলোকেশের মাথায় হেলমেট ছিল না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande