সোলানে পুলিশের তৎপরতায় গ্রেফতার ছয় মাদক পাচারকারী
সোলান, ১২ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের সোলানে পুলিশের তৎপরতায় গ্রেফতার ছয় মাদক পাচারকারী । ধৃতদের মধ্যে রয়েছে শিমলার সুন্নি তহসিল গ্রামের বাসিন্দা ইন্দ্রদেব ওরফে দানু (৪০) , মাতোট গ্রামের বাসিন্দা ভিকি ডোগরা (৩৬), শিমলা গ্রামের বাসিন্দা ক
সোলানে পুলিশের তৎপরতায় গ্রেফতার ছয় মাদক পাচারকারী


সোলান, ১২ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের সোলানে পুলিশের তৎপরতায় গ্রেফতার ছয় মাদক পাচারকারী । ধৃতদের মধ্যে রয়েছে শিমলার সুন্নি তহসিল গ্রামের বাসিন্দা ইন্দ্রদেব ওরফে দানু (৪০) , মাতোট গ্রামের বাসিন্দা ভিকি ডোগরা (৩৬), শিমলা গ্রামের বাসিন্দা করন গৌতম (২৪), শিমলার বাসিন্দা নিখিল রঞ্জন (২৯) , সাবোট গ্রামের বাসিন্দা রাজেন্দ্র শর্মা (৩১) এবং উলভি ডেকান চাইলা তহসিল থিওগের বাসিন্দা নিশু শর্মা (২৭)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২.৪৭ গ্রাম মাদক ( হেরোইন) ।

বৃহস্পতিবার রাতে সুবাথু থানার পুলিশ এলাকায় টহল দেওয়ার সময় জানতে পারে রাদিয়ানার অমিত গেস্ট হাউসে রয়েছে ছয় মাদক পাচারকারী । সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় এবং ওই ছয়জনকে গ্রেফতার করে ।

প্রাথমিক তদন্তের পর শুক্রবার পুলিশ জানতে পারে , এর আগে ইন্দ্রদেব ওরফে দানুর বিরুদ্ধে শিমলা সহ বেশ কয়েকটি অঞ্চলে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande