
মুম্বই, ১২ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা শিবরাজ পাটিলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। শোকবার্তায় দেবেন্দ্র ফড়নবিস উল্লেখ করেছেন, দেশের রাজনীতিতে শ্রদ্ধার স্থান অধিকারী শিবরাজ পাটিল।
এক্স মাধ্যমে শুক্রবার শোকবার্তায় দেবেন্দ্র ফড়নবিস লিখেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ টুইট করেছেন, প্রবীণ নেতা শিবরাজ পাটিলের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। লোকসভার স্পিকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী, রাজ্যপাল এবং অন্যান্য বিভিন্ন পদে তিনি কাজের মাধ্যমে নিজস্ব ব্যক্তিত্বের ছাপ রেখে গেছেন। লোকসভার স্পিকার হিসেবে, তিনি সংসদের সঙ্গে সম্পর্কিত অনেক উদ্ভাবনী উদ্যোগকে প্রেরণা জুগিয়েছেন। নীতিবান, সুপরিচিত এবং দৃঢ় নেতৃত্ব হিসেবে যিনি দৃঢ়ভাবে অবস্থান তুলে ধরেছিলেন, তিনি দেশের রাজনীতিতে শ্রদ্ধার স্থান অধিকার করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ