
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব হনুক্কার প্রথম দিন উদযাপনকারী লোকজনকে লক্ষ্য করে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ভারতের জনগণের পক্ষ থেকে, আমি যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই শোকের মুহূর্তে আমরা অস্ট্রেলিয়ার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতা রয়েছে এবং সন্ত্রাসবাদের সকল রূপ এবং প্রকাশের বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ