তামিল সংস্কৃতি ও ভাষার প্রতি সরকারের সমর্থনের প্রশংসা উপরাষ্ট্রপতির
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ রবিবার নতুন দিল্লিতে সম্রাট দ্বিতীয় পেরুম্বিদুগু মাথারাইয়ার সুভারণ মারানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণণ তামিল সংস্কৃত
তামিল সংস্কৃতি ও ভাষার প্রতি সরকারের সমর্থনের প্রশংসা উপরাষ্ট্রপতির


নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ রবিবার নতুন দিল্লিতে সম্রাট দ্বিতীয় পেরুম্বিদুগু মাথারাইয়ার সুভারণ মারানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণণ তামিল সংস্কৃতি ও ভাষার প্রতি সরকারের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। তিনি কাশী তামিল সঙ্গমম সহ বেশ কয়েকটি উদ্যোগের কথা উল্লেখ করেন।

তামিল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং স্বাধীনতা সংগ্রামীদের যথাযথ স্বীকৃতি ও সম্মান প্রদানের জন্য সরকারের উদ্যোগের অঙ্গ আজকের এই অনুষ্ঠান। দেশ যখন বিকশিত ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তখন ভারতের সাংস্কৃতিক গর্ববোধকে জাগ্রত করার জন্যকম আলোচিত নায়কদের স্বীকৃতি প্রদান গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান উপস্থিত ছিলেন|

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande