
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): গোয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার পর ইন্ডিগোর বিমানে চেপে থাইল্যান্ডে পালিয়েছিলেন ‘বার্চ বাই রোমিও লেন’ নৈশক্লাবের মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা। সেখান থেকে লুথরা ভাইদের আটক করে সেখানকার পুলিশ। থাইল্যান্ডে ধরা পড়ার পরেই গোয়ার পুলিশের একটি দল সে দেশে রওনা দিয়েছে। সেখান থেকে তাঁদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছে এখন।
সূত্রের খবর, ব্যাংককে অবস্থিত ভারতীয় দূতাবাস সৌরভ লুথরা এবং গৌরব লুথরা সম্পর্কিত মামলার বিষয়ে থাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ফুকেতে থাইল্যান্ড এর প্রশাসন লুথরা ভাইদের আটক করেছে। থাই প্রশাসন স্থানীয় আইন অনুসারে ব্যবস্থা নিচ্ছে, তাদের ভারতে ফেরত পাঠানো হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার যখন নৈশক্লাবে আগুন লাগে, তখন দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন লুথরা ভাইয়েরা। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই রবিবার ভোর ৫টা নাগাদ তাঁরা দিল্লি থেকে ইন্ডিগোর বিমানে করে থাইল্যান্ডের ফুকেতে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়। পাশাপাশি তাঁদের পাসপোর্ট বাতিলের জন্য কেন্দ্রের দ্বারস্থ হয় গোয়ার পুলিশ। সেইমতো পাসপোর্ট বাতিলও হয়। ফলে থাইল্যান্ড থেকে অন্যত্র পালাতে পারেননি লুথরা ভাইয়েরা। তার মধ্যেই হোটেল ইন্ডিগোয় হানা দেয় থাইল্যান্ডের পুলিশ। সেখান থেকে তাঁদের যাবতীয় জিনিসপত্র বাজেয়াপ্ত করে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ