তৃণমূলের সভায় চুরি, কটাক্ষ শুভেন্দুর
কলকাতা, ১২ ডিসেম্বর (হি স): তৃণমূলের সভায় চুরির একটি ঘটনায় কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই চুরির পর ভেঙে পড়া ক্ষতিগ্রস্ত মহিলার বিলাপের ভিডিয়ো যুক্ত করে শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “পুলিশ মন্ত্রী মাননীয়ার রাজত
তৃণমূলের সভায় চুরি, কটাক্ষ শুভেন্দুর


কলকাতা, ১২ ডিসেম্বর (হি স): তৃণমূলের সভায় চুরির একটি ঘটনায় কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ওই চুরির পর ভেঙে পড়া ক্ষতিগ্রস্ত মহিলার বিলাপের ভিডিয়ো যুক্ত করে শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “পুলিশ মন্ত্রী মাননীয়ার রাজত্বে এমনিতেই চোর জোচ্চোরদের ছড়াছড়ি, তারপরে ওনার সভা তো চোর বাটপার দুষ্কৃতীদের আখড়া, সেখানে সোনার হার চুরি হবে, এতে অবাক হওয়ার কিছু নেই।

যেখানে চাকরি চোর থেকে রেশন চোর, কয়লা, গরু, বালি, পাথর পাচারকারীরা আসে অনুপ্রেরণার টানে, সেই সভায় গেলে মা বোন দিদিদের বলব সাবধানে থাকবেন ও সচেতন থাকবেন, যেখানে রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যত চুরি হয়ে যাচ্ছে সেখানে সোনার হার চুরি তো সামান্য বিষয়।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande